হরেক রকম নেতা.....

লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ০৭ আগস্ট, ২০১৪, ১১:৫৫:৫২ রাত

নেতা....................

রাস্তার পাশের গাছে নেতা, গাড়ীর পিছনে নেতা, দোকান পাটে নেতা, গ্রামে নেতা, শহরে নেতা, দিগন্তের চন্দ্রবিন্দুতেও নেতা।

ফেইসবুকেও নেতা, ব্লগেও নেতা....

...রমজান মাসে এক আত্নীয়র বাসায় বেড়াতে গিয়ে ইফতারের আগে মেসওয়াক হিসেবে নীম গাছের একটা ডাল খুজতে গিয়েছিলাম জঙ্গঁলের কিনারায়__সেখান থেকেও নিস্তার মেলেনি ঐ নেতাদের বিলবোর্ড থেকে।

চিন্তাধারা মাথায় রেখে বেমালুম হয়ে গিয়েছিলাম কেন এই নেতা এই নির্জন জঙ্গঁলের ভিতরে গাছে তার বিব্রত ছবি সহ বিলবোর্ড খানা টাঙ্গিয়ে দিয়েছে...

কিন্তু উত্তরখানা বুক পকেটের মাঝেই রয়েই গিয়েছিল, আবার, অফিসে নেতা , আদালতে নেতা , মাঠে নেতা , ঘাটে নেতা , নদীতে নেতা , দোকানেও নেতা .....

...ঈদের ছুটিতে বাড়ীতে গিয়ে নৌকা ভ্রমনে একটি জায়গায় গিয়েছিলাম ।যাওয়ার পথে চরের এক নেতা নৌকায় উঠেছিল তার শশুর বাড়ী থেকে পাওয়া একটা কাঠের খাট নিয়ে। গন্তব্য স্হান থেকে একটু দুরে নৌকা ভেরার কারনে দেখেছিলাম ঐ নেতার নৌকার মাঝির সাথে ঝাকুনি খিচুনি, পরিস্হিতি সামালিয়ে রাখার জন্য আমি ও আরও দুইজন যথেষ্ট নারাজ হতে হয়েছিল।

এদিকে পার্কেও নেতার কমতি নেই....ঠিক মত করে গার্লফেরেন্ট এর সাথে একটু হাতে হাত রেখেছেন তো মোরছেন। সেখানে দেখা যায়...পাংকু,উংফ ু,চুংকু,রান্টূ,শান্তু সহ হরেক রকম নেতা।

..,বর্তমান মন্ত্রীপরিষোধেও দেখা যায় হরেক রকম নেতা.....ঝাঁকি নেতা,হম্ভুষ নেতা,কচুয়া নেতা,চিন্তাময়ী নেতা,চেতনাময়ী নেতা,অতীত নেতা,ভবিত্ষত নেতা..এবং আমার মত বিড়ি খোর নেতা।

আচ্ছা এত নেতা পুষিয়ে কি লাভ হয়েছে..?

বর্তমান সরকারের কোন এক মন্ত্রী বলেছিলেন..."আহা এত নেতা হয়েছে"... কথা খানা আমার ভাল লেগেছিল। কিন্তু নেতাদের ও তো কিছু কাজ আছে বৈ কি... ...

আসলে তাদের কাজ হল ক্যাঁছাল লাগিয়ে দেশে অশান্তি বয়ে আনা এবং দেশকে অ- রুচিশীল কু-কর্মে লিপ্ত করানো।

কিন্তু একবার কি হিসেব করে দেখেছেন যে...নেতাদের উত্পাদন হইতেছে কার হাত দিয়ে..?

বিলবোর্ডে পুরো ঢাকা সহ সারা বাংলাদেশ সু-সজ্জিত করেছিল কার নেতারা...?

হুম,নিজের চর্কায় তেল মেরে দেখুন তেলটি কি ভেঁজালমুক্ত নাকি ফর্মালিন যুক্ত হয়ে গিয়েছে।

..আসলেই বলা বাহুল্য__দেশে অনেক নেতা হয়ে গিয়েছে...

---কিন্তু কাঁকের পাছায় ময়ূরের লেজ লাগিয়ে দিলে কাঁক কখনও ময়ূর হয় না।

বিষয়: বিবিধ

৯২৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252130
০৮ আগস্ট ২০১৪ রাত ১২:৩৭
ভোলার পোলা লিখেছেন : ---কিন্তু কাঁকের পাছায় ময়ূরের লেজ লাগিয়ে দিলে কাঁক
কখনও ময়ূর হয় না।


সবচাইতে দারুণ হইছে। ধন্যবাদ
252177
০৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:২১
shaidur rahman siddik লিখেছেন : Dhonnobad...আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File